আমাদের বাড়ি

মাওলানা মোঃ আব্দুল জব্বার সরকার সাহেবের বাড়ী

আমাদের বাড়িটি বাদামিয়া গ্রামের  পশ্চিম দিকের শুরুর ১ম বাড়ি। আমাদের বাড়িটি  আনুমানিক ১৯ শতকের ১ম দিকে ত্রিশাল থানার সলিমপুর গ্রাম থেকে বাদামিয়া গ্রামে স্থানান্ততিত হয়। এ সময় যিনি বাড়িটি  নির্মাণ  করেন তিনি হলেন

মরহুম মোঃ সজিব উদ্দিন সরকার।

তার বংশ পরম্পরায় আজ আমরা এখানে বর্তমান।
মরহুম মোঃ সজিব উদ্দিন সরকার সাহেবের  ৩ ছেলে ও মেয়ে ।
ছেলে ৩ জন হলেন
১. মাওলানা মোঃ আব্দুল জব্বার সরকার
২. আব্দুল আলিম সরকার
৩. আব্দুল লাতিফ সরকার

বড় ছেলে মরহুম মাওলানা মোঃ আব্দুল জাব্বার সাহেব ( ৪ ছেলে ও ৩ মেয়ে )

  • জন্মঃ-  ১৯০২ইং  /  মৃত্যুঃ- ২১শে ফেব্রুয়ারী ১৯৬৫ ইং
  • শিক্ষাঃ- আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম – হাটহাজারী মাদরাসা , চট্রগ্রাম (১ম স্থান) – (১৯২৫)।
  • শিক্ষাঃ- দারুল উলুম দেওবন্দ – (দাওরায়ে হাদিস – ১ম স্থান) , ভারত (১৯২৭)।

মেজু ছেলে মরহুম আব্দুল আলিম সাহেব ( ৬ ছেলে ও ৫ মেয়ে )

ছোট ছেলে মরহুম আব্দুল লাতিফ সাহেব ( ৩ ছেলে ও ৫ মেয়ে )

বাড়ির অবস্থানঃ

বাড়ির পশ্চিমে বিল আর পোড়াবাড়ি বাজার, দক্ষিনে কুরুয়াগাছা গ্রাম, পূর্বে ফকির বাড়ি এবং উত্তরে দুর্গাপুর গ্রামের রাজা মড়লের বাড়ি।

যাওয়ার রাস্তাঃ

আমাদের বাড়িতে যাওয়ার সবচেয়ে সহজ যে যাতায়াত তা হল পোড়াবাড়ি বাজার থেকে ১০ বা ২০ টাকা দিয়ে রিক্সা নিলে বাজার থেকে সুজা পুবের রাস্তা ধরে ১০-১৫ মিনিট তারপর ৪ রাস্তার মোড় থেকে বামে ১ম যে বাড়িটি। শুরুতে ১টি ডিপ টিউবওয়েল পরবে।

নারকেল+চিরা পার্টি-২০১০ তে উপস্থিত কয়েকজন, এই পার্টি তে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য উপস্থিথ হয়……

 
একসময় আমাদের বাড়ির চার পাশে পানি থাকত। এই পানিটা হত বছরে ১বার বন্যার সময়। গ্রামের সকলে আমাদের বাড়ির পশ্চিমের বিলে মাছ ধরত। আজ এই দৃশ্য দেখা যায় প্রায় কয়েক বছর পর পর।

গ্রিল পার্টি-২০১২ তে কয়েকজন…………

ঈদ পরবর্তী পুনর্মিলনি-২০১২ তে উপস্থিথ কয়েকজন……

 

খুকা কাকা…
আমাদের ঈদ পরবর্তী পুনর্মিলনি-২০১২ তে তুলা ছবি।খুব সকাল বেলা এটি তুলা হয়।

ঈদ পরবর্তী পুনর্মিলনই ২০১২ তে আমাদের বাড়ি বনাম দুরগাপুর গ্রাম এর মাঝে ক্রিকেট খেলা হয় খেলাতে আমাদের বাড়ি বিজয়ী হয়। এই সময় সবাই উৎসব এ মাতুয়ারা………

বিজয়ী দলের উল্লাস……………

এক সময় আমরা এইদিকে অনেক গিয়েছি, ঈদ পরবর্তী পুনর্মিলনি ২০১২ তে আমরা এখানে কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম… অনেক ভাল লাগছে ………

রাতের আড্ডা……

ঈদ পরবর্তী পুনর্মিলনি ২০১২ তে রাতের বেলা চায়ের দুকানে……

চাং এর আড্ডা…… লাবণ্য & নাবিলা
চির পরিচিত চাং । এখানে আমরা বসে আড্ডা দেই ।

বেড়াতে বেড়াতে আমরা একসময় চলে যাই দক্ষিণ বাড়ি…… বেড়ানোর এক ফাঁকে আমরা গ্রামের দোকান থেকে বিস্কিট কিনে খাচ্ছি………………

বেড়ানো শেষে ত্রিশাল বাজারে ঢাকা মিষ্টি মুখ এ আমরা কয়জন ধই চিড়া খাচ্ছি…………

বেড়ানো শেষে ত্রিশাল বাজারে ঢাকা মিষ্টি মুখ এ আমরা কয়জন ধই চিড়া খাচ্ছি…………

2 Responses to আমাদের বাড়ি

  1. Jakia says:

    Khuboi valo lagilo. . .bolia bujhaite paribona. . .

Leave a comment