Madrasha

অলহরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ১০নং মঠবাড়ী ইউনিয়নের অলহরী এলাকায় দ্বীনি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠানে মোট জমির পরিমান-১.১৪ একর।

  • প্রতিষ্ঠাকালঃ– ১-১-১৯৭০ইং
  • ইতিহাসঃ- অলহরী গ্রামে ০১/০১/১৯৭০খ্রিঃ মরহুম আঃ জব্বার মাস্টার সাহেব ও মরহুম জহুর উদ্দিন মন্ডল সাহেবের দানকৃত ১.১৯ একর জমির উপর অলহরী গ্রামের নাম অনুসারে উক্ত মাদ্রাসাটির নাম করণ করা হয় অলহরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষঃ- মোঃ আব্দুল বারী।
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)ঃ- 
    এবতেদায়ীঃ ১ম শ্রেণীঃ ২০ জন
    এবতেদায়ীঃ ২য় শ্রেণীঃ ২৫ জন
    এবতেদায়ীঃ ৩য় শ্রেণীঃ ৩০ জন
    এবতেদায়ীঃ ৪র্থ শ্রেণীঃ ২৮ জন
    এবতেদায়ীঃ ৫ম শ্রেণীঃ ৩৫ জন
    দাখিলঃ    ৬ষ্ঠ শ্রেণীঃ ৪৪ জন
    দাখিলঃ    ৭ম শ্রেণীঃ ৪৯ জন
    দাখিলঃ    ৮ম শ্রেণীঃ ৫০ জন
    দাখিলঃ    ৯ম শ্রেণীঃ ৩৭ জন
    দাখিলঃ    ১০ম শ্রেণীঃ ২৫ জন
  • পাশের হারঃ- ৯৮% ।
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ- ম্যানেজিং কমিটি বর্তমানে গঠন প্রক্রিয়াধীন রয়েছে।
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ-
    ২০১০খ্রিঃ সালে ২১ জন

    ২০১১খ্রিঃ সালে ১২ জন

    জেডিসি পরীক্ষা/২০১০ – ২৪ জন
    জেডিসি পরীক্ষা/২০১১ – ৩০ জন
    দাখিল পরীক্ষা/২০০৭- ১০ জন
    দাখিল পরীক্ষা/২০০৮- ০৯ জন
    দাখিল পরীক্ষা/২০০৯- ১৬ জন
    দাখিল পরীক্ষা/২০১০- ১২ জন
    দাখিল পরীক্ষা/২০১১- ১৩ জন
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহঃ- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সরকারী উপবৃত্তি প্রাপ্ত।
  • অর্জনঃ- ২০১০খ্রিঃ সনে ৮ম শ্রেণীতে মেধা তালিকায় বৃত্তি প্রাপ্ত ০৪জন।
  • ভবিষৎ পরিকল্পনাঃ- শিক্ষার্থীদের মেধা সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে পাশের হার শতভাগ নিচ্শিত করা, ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার শাখা খোলার পরিকল্পনা। বিদ্যালয় সংস্কার ও সম্প্রসারণ করন।
  • যোগাযোগঃ- aidm@yahoo.com

Leave a comment