Porabari High School

পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

68051_10151509108346729_1731694342_nFacebook Fanpage

৬.৭৪ একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ০২টি পাকা একাডেমিক ভবন (৭০৭২ ও ২৭০০ বর্গফুট), একটি পাকা প্রশাসনিক ভবন (১২৪৮ বর্গফুট), একটি আধা পাকা মসজিদ (৩৭৮ বর্গফুট) এবং ১.৯৪ একর জমির একটি বিশাল খেলার মাঠ রহিয়াছে। বিদ্যালয়টিতে ০৯টি শ্রেণী কক্ষ, ০২টি অফিস কক্ষ, ০১টি শিক্ষক মিলনায়তন, ০১টি বিজ্ঞানাগার, আলাদা লাইব্রেরী যার বইয়ের সংখ্যা ১৫৪৬টি, ছাত্র, ছাত্রী এবং শিক্ষক/শিক্ষিকাদের জন্য পৃথক ০৩টি শৌচাগার রহিয়াছে। ইহা ছাড়া ৬ষ্ঠ হইতে ৮ম শ্রেণী পর্যন্ত ১টি করিয়া অনুমোদিত অতিরিক্ত শ্রেণী শাখা এবং কম্পিউটার ও কৃষি বিষয়সহ ৯ম-১০ম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে।

16797_464887613567940_2131667237_n

  • প্রতিষ্ঠাকালঃ- ৬-১-১৯৫২ ইং
  • ইতিহাসঃ- বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ১০নং মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে ১৯৫২ সনের ৬ জানুয়ারী উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয়  গন্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম হাতেম আলী, মরহুম মৌলভী শাহ সুলতান আহমেদ, স্বর্গীয় লক্ষ্মী নারায়ণ সাহা, মরহুম মিজানুর রহমান সরকার, মরহুম এডভোকেট সুলতান আহমেদ, মরহুম আজিম উদ্দিন সরকার, মরহুম ময়েজ উদ্দিন সরকার, স্বর্গীয় অমিয়ভূষণ সাহা, মরহুম জাফর আলী সরকার সহ এলাকার সর্বস্তরের জনসাধারণের অক্লান্ত পরিশ্রম, মেধা, জমিদান ও আর্থিক সহয়তায় তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স পরীক্ষা শেষ করা তরুণ ছাত্র মোঃ আইয়ুব আলীকে প্রধান শিক্ষক করে এই অজ-পাড়া গাঁয়ে গড়ে তুলেন এ শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা শ্রম, মেধা, অর্থ ও জমি দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমরা তাঁদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষঃ- অবিনাশ চন্দ্র দাস।
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)ঃ-

    শ্রেণী

    ছাত্র

    ছাত্রী

    মোট

    মন্তব্য

    ৬ষ্ঠ

    ৯৮

    ৮৩

    ১৮১

    ৭ম

    ৬৯

    ৫৭

    ১২৬

    ৮ম

    ৬১

    ৪২

    ১০৩

    ৯ম

    ৪১

    ৩১

    ৭২

    ১০ম

    ৩৮

    ২২

    ৬০

    সর্বমোট

    ৩০৭

    ২৩৫

    ৫৪২

  • পাশের হারঃ- ৮৮.৬৪% ।
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ-
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য: নিয়মিত ম্যানেজিং কমিটি

    গঠনের তারিখ: ১৮-১২-২০১১, মেয়াদ উত্তীর্ণের তারিখ: ১৭-১২-২০১৩

    ক্রঃ নং

    নাম, পিতা, মাতার নাম এবং ঠিকানা

    পদের নাম

    ০১

    ফারুক হোসেন, পিতা- জোবেদ আলী সরকার, মাতা- মজিরন নেছা,গ্রাম- পোড়াবাড়ী, পো: রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

    সভাপতি

    অভিভাবক সদস্য (সাধারণ)

    ০২

    মোফাজ্জল হোসেন, পিতা-আমান উল­াহ শেক, মাতা-রাহাতন নেছা, গ্রাম- পোড়াবাড়ী, পো: রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

    অভিভাবক সদস্য (সাধারণ)

    ০৩

    মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার, পিতা-হামেদ আলী, মাতা- জোবেদা খাতুন, গ্রাম- জঙ্গলবাড়ী, পো: রাণীগঞ্জ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

    অভিভাবক সদস্য (সাধারণ)

    ০৪

    মোঃ রুকুন উদ্দিন, পিতা-মিয়া বকস, মাতা- মোছাঃ শহর বানু, গ্রাম- জঙ্গলবাড়ী, পো: রাণীগঞ্জ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

    অভিভাবক সদস্য (সাধারণ)

    ০৫

    আমেনা খাতুন, স্বামী- মৃত হযরত আলী সরকার, মাতা- কয়েদ বানু,গ্রাম- পোড়াবাড়ী, পো: রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

    অভিভাবক সদস্য মহিলা (সংরক্ষিত)

    ০৬

    মোঃ সিরাজুল ইসলাম, পিতা-আলহাজ মোঃ হাছেন আলী সরকার, মাতা- রোমেছা খাতুন, গ্রাম- জঙ্গলবাড়ী, পো: রাণীগঞ্জ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

    দাতা সদস্য

    ০৭

    মোঃ নুরুল ইসলাম, পিতা- মোঃ মোছলেম উদ্দিন, মাতা- জয়তন নেছা, গ্রাম- পোড়াবাড়ী, পো: রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

    শিক্ষক প্রতিনিধি (সাধারণ)

    ০৮

    মোহাম্মদ আব্দুল মালেক, পিতা- এছাহাক আলী, মাতা- খোদেজা খাতুন, গ্রাম- পোড়াবাড়ী, পো: রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

    শিক্ষক প্রতিনিধি (সাধারণ)

    ০৯

    নীলুফা ইয়াসমিন, স্বামী- গোলাম মোস্তফা, মাতা- রাশিদা বেগমগ্রাম- ছলিমপুর, পো: ত্রিশাল, ত্রিশাল, ময়মনসিংহ।

    মহিলা শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত)

    ১০

    মোঃ রফিকুল ইসলাম, পিতা- মো: তালেব আলী, মাতা- আম্বিয়া খাতুনগ্রাম- পোড়াবাড়ী, পো: রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

    কো-অপ্ট সদস্য

    ১১

    অবিনাশ চন্দ্র দাম, প্রধান শিক্ষক

    সদস্য সচিব

  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ-

    জেএসসি

    বৎসর মোট পরীক্ষার্থী পাশের সংখ্যা পাশের হার

    ২০১১

    ৮৪

    ৭৫

    ৯০.৩৬%

    ২০১০

    ৭৩

    ৫৮

    ৮২.৮৬%

    এসএসসি

    ২০১১

    ৮৮

    ৭৮

    ৮৮.৬৪%

    ২০১০

    ৭৭

    ৬৩

    ৮১.৮১%

    ২০০৯

    ৬১

    ৩১

    ৫০.৮২%

    ২০০৮

    ৬৭

    ৪৮

    ৭১.৬৪%

    ২০০৭

    ৪৯

    ১৯

    ৩৯.৫৮%

  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহঃ-

    উপবৃত্তি-২০১১

    শ্রেণী

    ছাত্র

    ছাত্রী

    মোট

    মন্তব্য

    ৬ষ্ঠ

    ০৮

    ২০

    ২৮

    ৭ম

    ০৭

    ১৩

    ২০

    ৮ম

    ০৫

    ১২

    ১৭

    ৯ম

    ০৪

    ০৯

    ১৩

    ১০ম

    ০৪

    ০৮

    ১২

    মোট

    ২৮

    ৬২

    ৯০

    শিক্ষাবৃত্তি-২০১১

    শ্রেণী

    বৃত্তির শ্রেণী

    ট্যালেন্টপুল

    সাধারণ

    মোট

    ৬ষ্ঠ

    প্রাইমারী বৃত্তি

    ০৪

    ০৮

    ১২

    ৭ম

    ,,

    ০১

    ০৪

    ০৫

    ৮ম

    ,,

    ০১

    ০৩

    ০৪

    ৯ম

    ,,

    ০৩

    ০৫

    ০৮

    ১০ম

    জুনিয়র বৃত্তি

    ০১

    ০১

    এসএসসি

    ,,

    ০২

    ০৩

    ০৫

  • অর্জনঃ-

    প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ আইয়ুব আলী, এম.এ সাহেবের দক্ষতার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ১৯৯৩ সনে জাতীয় পুরস্কার প্রাপ্তি।

    ২০১১ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ০৪ (চার) জন গোল্ডেন A+ সহ ০৯ (নয়) জন A+ প্রাপ্তি।

  • ভবিষৎ পরিকল্পনাঃ- বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করণ এবং শতভাগ পাশের লক্ষ্যে বিশেষ ক্লাশের ব্যবস্থা।
  • যোগাযোগঃ-

    পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়, গ্রাম- পোড়াবাড়ী, ডাকঘর- রাণীগঞ্জ, উপজেলা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।

    porabarihighschool@yahoo.com

    16797_464887613567940_2131667237_n Facebook Fanpage

  • মোবাইলঃ-

Leave a comment