Mothbari Union High School

মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

১ তলা-৭কক্ষ বিশিষ্ট এল শেইফ বিল্ডিং (২৪র্´২৪র্ বারান্দা সহ)-১টি এবং ২তলা- ৮ কÿ বিশিস্ট এল শেইফ বিল্ডিং (৩২র্´৩২র্ বারান্দা সহ)- ১টি। যার মধ্যে শ্রেণী কক্ষ-৯টি, অফিস-১টি, শিক্ষক রুম- ১টি, কমন রম্নম-১টি, লাইব্রেরী- ১টি, কম্পিউটার ল্যাবঃ-১টি ও বিজ্ঞান ল্যাবঃ-১টি।

  • প্রতিষ্ঠাকালঃ- ৫-২-১৯৭৩ ইং।
  • ইতিহাসঃ- স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধস্ত বাংলাদেশের সার্বিক উন্নয়নের লক্ষে শিক্ষার গুরুত্ব অনুভব করলেন। তাই গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করলেন। তারই ফলশ্রুতিতে মঠবাড়ী ইউনিয়ন, ত্রিশাল, ময়মনসিংহ এর নামে ১০(দশ) ব্যান্ডেল ঢেউটিন বরাদ্দ পায়। অতঃপর উক্ত ১০(দশ) ব্যান্ডেল ঢেউটিন নিয়ে অত্র এলাকার স্থানীয় শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি ও জন সাধারণের সর্বাত্মক সহযোগিতায় ৫ফেব্রুয়ারী,১৯৭৩ খ্রীঃ ১.৫(এক দশমিক পাঁচ) শতাংশ জমির উপর পোড়াবাড়ী সম্প্রসারণ বাজারে মঠবাড়ী মৌজায় মঠবাড়ী ইউনিয়ন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৫খ্রীঃ বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত এবং ২০০৬ খ্রী বিদ্যালয়টিতে সহ শিক্ষা চালূ করা হয়। বর্তমানে বিদ্যালয়টির জে.এস.সি. ও এস.এস.সি. সহ সার্বিক ফলাফল অত্যন্ত ভাল। প্রতি বছর বৃত্তি ও এ+ পেয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টি ত্রিশাল উপজেলার মধ্যে খ্যাতনামা বিদ্যালয় হিসেবে স্থান লাভ করেছে।
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষঃ- মোঃ তাফাজ্জল হোসেন।
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)ঃ- ষষ্ঠ শ্রেণী- ৯৪ জন, সপ্তম শ্রেণী- ৬৮ জন, অষ্টম শ্রেণী- ৮১ জন, নবম শ্রেণী- ৭১ জন, দশম শ্রেণী- ৪২জন ও এস.এস.সি- ৪৬জন।
  • পাশের হারঃ- ৯০%।
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ-
    নিয়মিত ম্যানেজিং কমিটি

    ক্রমিক নং

    নাম

    পদবী

    মমত্মব্য

    ০১

    মিসেস হামিদা আলী

    সভাপতি

    সাবেক অধ্যক্ষা, ভিকারম্নন্নেসা নুন স্কুল এন্ড কলেজ।

    বর্তমান অধ্যক্ষা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।

    ০২

    জনাব মোঃ আসাদুজ্জামান

    শিক্ষক প্রতিনিধি

    সহঃ শিক্ষক, মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

    ০৩

    জনাব মোঃ আফতাব উদ্দিন

    সহঃ শিক্ষক, মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

    ০৪

    মোসাঃ আয়েশা খাতুন

    সংরÿÿত মহিলা শিক্ষক প্রতিনিধি

    সহঃ শিক্ষক, মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

    ০৫

    জনাব মোঃ গোলাম কবির

    অভিভাবক সদস্য

    সাবেক সেনা সদস্য

    ০৬

    জনাব মোঃ হেলাল উদ্দিন

    বিশিস্ট ব্যবসায়ী

    ০৭

    জনাব মোঃ আবুল কালাম

    বিশিস্ট ব্যবসায়ী

    ০৮

    জনাব রফিকুল ইসলাম

    বিশিস্ট ব্যবসায়ী

    ০৯

    জনাবা জায়েদা খাতুন

    সংরÿÿত মহিলা অভিভাবক সদস্য

    সমাজ সেবী

    ১০

    জনাব মোঃ শামছউদ্দিন

    কো- অপ্ট সদস্য

    বিশিস্ট ব্যবসায়ী

    ১১

    মোঃ তাফাজ্জল হোসেন

    প্রধান শিক্ষক

    মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ-

    এস.এস. সি পরীক্ষার ফলাফল

    পরীক্ষার বছর

    মোট পরীক্ষার্থী

    মোট পাশ

    শতকরা হার

    মমত্মব্য

    ২০০৭

    ২৮

    ১৪

    ৫০%

    ২০০৮

    ১৯

    ১৬

    ৮৪%

    ২০০৯

    ১৯

    ১৫

    ৭৯%

    ২০১০

    ৩২

    ২৯

    ৯১%

    ২০১১

    ৪০

    ৩৬

    ৯০%

    ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল

    পরীক্ষার বছর

    মোট পরীক্ষার্থী

    মোট পাশ

    শতকরা হার

    মমত্মব্য

    ২০১০

    ৪৮

    ৩৯

    ৮১%

    ২০১১

    ৯৫

    ৫৭

    ৬০%

  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহঃ-

    শিক্ষাবৃত্তির তথ্য

    ক্রমিক নং

    শ্রেণীর নাম

    সাধারণ গ্রেড- এ বৃত্তি প্রাপ্ত

    টেলেন্টপুল- এ বৃত্তি প্রাপ্ত

    ০১

    ৭ম

    ০২

    ৮ম

    ০৩

    ৯ম

    ০৪

    ১০ম

    ০৫ এস.এস.সি

    মোট উপবৃত্তির সংখ্যা- ৮৪জন

  • অর্জনঃ- পাশের হার এ+ সহ শতভাগে উন্নীত করা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলা।
  • ভবিষৎ পরিকল্পনাঃ- বিদ্যালয়টি ৮ম শ্রেনী পর্যমত্ম উন্নীত করতে আগ্রহী।
  • যোগাযোগঃ- ইমেইল- muhs_112230@yahoo.com
  • মোবাইলঃ- ০১৭৩১-০০৮৭০৭,

Leave a comment